সকালের জামা পাল্টায়নি বিকালে
এদিকের সবই অভাবের
মনে বড়ই কুন্ঠা জমে দারিদ্রের মাঝে
কেন যে এই তফাৎ …
কিইবা তার বিচার …
তিনি সব দেখছেন …
তার হিসাবে কোনোও ফাঁকি নেই …
এই সবই বেলা বাড়ার শব্দ, স্থবির-অসাড়-অনড়
নতুনের আহ্বান হীন
পুরোনো চিরায়ত ধ্যানধারনার সমাহার!!
    
ফেসবুক আপলোড, টুইটার হ্যাসট্যাগ্
ইন্সটাগ্রামের ছবি, ফোটোশপের কারুকাজ
সাবধানী মন্তব্য …. প্রগতির নিশান,
সবই হিসেবি আন্তরজাল
কবে যে বুঝব সবই দেখা যায়!!


বদলেছে সময় বদলেছে শিক্ষা
বদলায়নি কিছুই অচলায়তনের দীক্ষা।