সাগরতটে লুকিয়ে এক কোনে
দর্শক আমি দুনিয়ার পানে
ভেজা বালি সাদা ফেনা  
শীতের আমেজ মানুষের ভিড়
ইতিউতি স্বপ্নের গন্ধ
মায়াবী উড়নি
গদ্যের ছড়াছড়ি
কবিতার হুড়োহুড়ি
ইচ্ছে করে হারিয়ে যাই
পালিয়ে যাই কবিতার দিকে
গদ্যগুলো তাড়া করে পিছুপিছু
টান পড়ে চাদরের খুঁটে
শুকনো মায়াবী মুখ
মেহেন্দির ডালি হাতে
ছোট্ট ছুটকি
ধাক্কা খায় গল্পগুলো
লুকিয়ে যায় কবিতাগুলো
স্বপ্নিল মুখ রুক্ষ ত্বক নিষ্পাপ গন্ধ
রুঢ় বাস্তব বড়ই অন্ধ।