ও ছিল বখাটে ছেলে
সবাই বলত লক্ষীছাড়া
বাবা বলত গোল্লায় গেছে
মা বলত হৃদয় আছে  
পাড়ার লোকের গালাগালি
ভাই-বোনের চুলোচুলি
কলেজের দলাদলি
পাড়ার দাদার তোলাতুলি
পানের ঠেকের গাঁজার দম
সিগারেটের খেল খতম
বিলের খাতায় ধার বাড়ে
বুড়ো বাবার পকেট ঝরে
এভাবেই সব ঠিক ছিল -
একদিন ও বদলে গেল
বাইশ বছর বৃথায় গেল
বন্ধুবদলে বান্ধবী হলো
এখন ও ভাল ছেলে -
সকাল হলে চাকরি খোঁজে,
বিকেল হলে ছেলে পড়ায়,
সন্ধে হলে প্রেমে পড়ে,
রাত্তিরবেলা স্বপ্ন পাড়ে,
জিন্দেগিটা বড়ই বোকা
কবে বুঝবে সবই ফাঁকা ...