সময়-সময় অবাক লাগে, বোধহয় এও বুঝি হয়!!
তুমি ডাকলে আমি এলাম।  নজরে এল তোমার চটি..।
অবিকল সেই পায়ের ছাপ, সেই চটির ভাঁজ।
বিষ্ময়ে হতবাক হই, কিন্তু বলি কারে??
ভিতরে পা রেখে খুঁজি দু-চোখ ভরে।
নাহ্ সময় নেয় না দু-চোখ।
সেই গঠন, সেই চোখ-মুখ-ত্বক।
সব এক!!!


বিষ্মিত হই না আর আজ।
বিষ্ময় তো বিশ্বাসীর নয়,
সে তো অবিশ্বাসীর।
তুমি আছ এ-কথাও যেমন বলি না,
নেই একথাও বলতে পারি না।
আনাচে-কানাচে অলিতে-গলিতে
মন্দিরে-মসজিদে -
কোথায় নেই??
তবে বলি গোপনে - তুমি আছ,
অনেক-অনেক-অনেক বেশিইইই আমার হৃদয়ে।
সন্দেহ গেছে দূরে এখন প্রেম সংগোপনে।।