খুঁজেছি গল্প
ঐ দূরের অশথ্বগাছে
ঝুরির গায় লুকোনো গল্প,
সময় পেরায়
গল্পগাছা ফুরোয়  
বেরোয় না কিছুই...
শুধুই বসে থাকা
বুড়ির সুতো পাকানো
জট ছাড়ানো
চাকা হয় গাড়ি
পাখনা ছেড়ে বায়ুযান
ধনুক পাল্টে কামান  
একটুকরো গরম-সীসে
হলকা ছড়িয়ে
রক্তাক্ত!!
ছিন্ন-ভিন্ন!!  
হাত-পা'র টুকরো-টাকরা
বিলম্বিত শব্দের রেশ
কুহকের দেশ।
কফি হাতে দেখি চেয়ে  
ঐ দুরের গাঁয়ের অশথ্বের
মর্মস্পর্শী গাঁথা ...
ধরিত্রীর আত্মকথা.।