অনেক না পারা কথা বলব ভাবি
বলা আর হয় কৈ
বর্ণমালা ধেয়ে আসে কিছু বলবে বলে
নির্ভয় হতে পারলাম কৈ
নির্ভয়ার কান্ডে মাতলাম, মোমবাতি দিলাম,
রাস্তায় পা পড়ল
নির্ভয়াই চলে গেল
দিনক্ষন স্বাভাবিক এখন, খাচ্ছি-দাচ্চি-ঘুমোচ্চি
এই তো বেশ আছি...


গাঢ়-ঘন হয় রাত্রি,  
স--অ-ব অক্ষর ভাসে বাতাসে
হপাং-ঝপাং লাফিয়ে-ঝাঁপিয়ে
খেলা করে আমার সাথে
তবুও ধরা দেয় না
কে জানে হয়তবা আমিও সব হারিয়ে
এই তো বেশ আছি...

জিএসটি ল্যান্ডবিল ম্যাট আরোও কত কি
দেশ নাকি থমকে যাবে, গ্রোথ নাকি থেমে যাবে
হায় মানবসভ্যতা!
কেউই  তোর বিকাশের কথা বলে না,
বলতে পারিস কেন?


লাল পাতাবাহার বলে - এসব আবার কেন?
এই তো বেশ আছি...