আমার একটুকরো আকাশ .. সেটাও নিলে কেড়ে.।
তাহলে মেঘ দাও, বৃষ্টি দাও, সব মিলেমিশে নতুন জীবন সৃষ্টি করি.।


মাথার উপর বিশাল আকাশটা ছায়া হয়ে থাকে নিত্য,
একটুকরো আকাশ - সে তো খুব ই সামান্য...
কত টুকু মেঘ আর কত টুকু বৃষ্টি তাতে ধরে বল...।?
তুমি আমার অল্প মেঘ অল্প বৃষ্টি
প্রান জুড়ানো শীতল করা অনেক খরার পর
তুমি আমায় না ডুবাও, না ভাসাও, না জমে পলি ....।  


আমার ধরিত্রী তুমি তো সর্বংসহা... আকাশের মেঘ
সে তো ক্ষণিকের, যাত্রা পথে ছড়িয়ে দেয় বৃষ্টি
তুমি তাতেই খুশি, তাতেই হয় সৃষ্টি...
তোমার আনন্দে আমি নেচে উঠি
খুশি গুলো ঝরে, সেটাই পুষ্পবৃষ্টি...।


আমি তোমার অবারিত এক টুকরো আকাশ,  
তুমি আমার সর্বংসহা ধরিত্রী ।।



রাবেয়ার (রাবেয়া পারভীন) উৎসাহেই এই দুই কবির কবিতা... ক্রেডিট ওর কাছেই যাবে.. ওর চাপেই আমার পাতায় দেওয়া নইলে ঐ পাতায় সঠিক..। আপনাদের সকলের ভাল লাগলে আমাদের ভাল লাগবে..