অনিকেত মনে পড়ে তোর কথা...
বোতাম খোলা বিষণ্ণতা শব্দটা আজ নতুন পড়লাম,
আবেশ, শুধুই আবেশ ঘেরা... শান্ত শীতের ফাঁক গলে
রোদের উত্তাপ.।
এখন মনে হয় ঈশ্ যদি তোকে পেতাম..।
এত বছর বাদে...


ছেলেরা বড়, ব্যস্ত বর.। কারোও সময় নেই..। শুধু আমিই একা..।
তোর গোলা-গুলি খেতে বড্ড ইচ্ছে করছে.।
তাপ-উত্তাপের শলাকাগুলো যদি এখন শরীরে ধারণ করা যেত.,
বেশ হতো। তুই কি এখনোও একই আছিস.. সেই চোখ সেই টানা লম্বা নাক-কান-গলা.. কাটা-কাটা স্বর.. তখন পাগলের মত দূর থেকে দেখতাম আর দেখতাম.. লুকিয়ে.। তুই কি এখনোও প্রেমিক আছিস না বিত্তের খেলায় ডুবেছিস.. আসবি, একবার.. বোতাম খোলা বিষন্নতা ঘেরা বিকেলে.। অপেক্ষা.. শুধুই অপেক্ষা.।


বদলাস নি তো?


জানি না ঈশ্বর-কনারা মুহূর্তে কোন স্রোত বইয়ে দিল.। চেতনায় তুই এলি.। তোর চেতনায় কি আমি আছি.. অনিকেত? শুনতে পাচ্ছিস..