সকালের মিটিংটা বেশ ঝক্কির ছিল,
একেক দিন হয় কিছুই ঠিক যায় না, বোধহয় আজ সেরকমই একদিন।
দশতলার কাঁচের ঘেরা চেম্বার, পাশে জলের ফোয়ারা,
তবুও মন ভাল নেই.. ফিরে যেতে ইচ্ছে করে সেই কলেজের দিনে।


একঝাঁক ফুলের মাঝেও একটা আবছা ভাসা-ভাসা চোখ ডানা ঝাপটায়
কেন এল? কোনোওদিন কথাও বলে নি, শুধুই লুকিয়ে দেখা তাও
নীরবে.. জানতাম.. বুঝতাম।
কোথায় আছে? কি করছে সেই আলগা নীল পরী...


ফিরে যেতে ইচ্ছে করে। চেতনার সেই দিনগুলোয়, বিপ্লবী দিনে
লাল-সেলাম, চারু মজুমদার, গুলি, আর লাল রক্ত
এই সময় কি তার থেকেও বিষাক্ত নয়?
নীল পরী - তুমি কি বল?


রাত্তির হবে আজও, ভদকার বোতলে নেশা মিশিয়ে অনিকেত বেঁচে
ভুলে গেছে বিপ্লব.. ভুলে গেছে অনেক কিছু, তবুও বেঁচে
জ্যান্ত লাশ হয়ে।


ঘুম ভাঙে পাপা ডাকে, কোথায় কি?  নেই কোনোও বিপ্লব
এখন অনিকেত ভদ্রলোক। সমাজের মাননীয়.।
সুকন্যা তুমি কেন এলে তবে স্বপ্নে; এতদিন পর।