সোহাগী আজ পিরীত করে বসেছে…
জ্বলছে! চেতনা শরীর মন সব পোড়াতে বেরিয়েছে সোহাগী
স্তন-যোনি এতেই যে অ-সুখ সোহাগী বোঝে নি
কি করে বুঝবে - স্পর্শ সুখের উল্লাস দেহজীবিদের থাকে নাকি!
স্পর্শসুখের রস তো অধরাই থাকে সোহাগীর…
কপাল করে এসেছিল ভুলো
সব ভুলিয়ে দিল
চোখ-নাক-গাল ঘষে আনন্দ এত সোহাগীর জোটেনি
সবাই তো তার অ-সুখেই সুখ চায়
একবার-দুবার-তিনবার-চারবার-বারবার..।
যান্ত্রিক! সব যান্ত্রিক!
ইচ্ছে করে স্তনের সব রস দান করে ভুলো-কে
কিন্তু উপায়?
নারীর স্তন কি ভুলোর ক্ষিদে মেটাতে পারে..।
লেজ নাড়ে ভুলো, নিষ্কাম নিষ্পাপ
সোহাগী কাছে ডাকে জড়ায় আর জড়ায়..।
সোহাগীর পিরীত..