জঙ্গল পেরোলেই নদী, বড়ো চওড়া জল উচ্ছ্বল
বালিয়াড়ি চিকচিক,
মাঝি চুপচাপ…
ভাবনার কি আর শেষ আছে -


হলুদ বৃষ্টিগুলো আজ ফের এসেছিল
জ্বালা করে গা, ফসল জ্বালিয়ে দেয়
এবার ক্ষেতগুলো সব সাফ
ধূলিকণা মাখা সবুজ পাহাড়গুলো
দূরে একলা দাঁড়িয়ে, পাতা বিবর্ণ
ভাল বৃষ্টি সব নাকি ওধারে
মোড়ল বলছিল - সব শহুরে-বাবুদের কাজ
ভাল বৃষ্টি রেখে হলুদ বৃষ্টি ছেড়েছে আসমানে
কি একটা বলছিল বেশ
মেঘ-বীজ রোপণ..


কি সহজ !
ওদের নাকি জলের দরকার,
আমাদের ?
মাঝি ভাবছে, শুধুই ভাবছে..
মেঘ-বীজ রোপণ সেটা আবার কি?