যাত্রা পথ দীর্ঘ
লোবানের গন্ধে ম ম
বল হরি হরি বোল
কে যায় কে যায়
সাধারণ মানুষ !


আমি পথচারী
হাঁটাই ধর্ম
সহিষ্ণুতাই মর্ম
একা বড্ড একা
সাধারণ মানুষ !


রেস্তোঁরার টেবিলে
গুনগুন ফিসফিস
কফির ধোঁয়া মেশে চেতনায়
একাকী মন থাকে যন্ত্রণায়
সাধারণ মানুষ !


লাশ কাটা ঘর
সুগন্ধী ভরপুর
পোস্ট-মর্টেম হবে
কাটা-ছাটা শেষে আমাকে পাবে
সাধারণ মানুষ !