সকাল বাড়ছে, যন্ত্রণার ঢেউগুলো উপচে পড়ে উথলানো দুধের মত
শ্যাওলা ধরা পুকুর পাড়, শাপলা ভাসছে তবুও নাকি কি সব এগোচ্ছে !


পুকুর পাড়ে মেয়েদের দল, কাকের কা-কা, সাথে গঙ্গা ফড়িং অলক্ষে দেখছে
বলে নাকি কামুক ! স্বাভাবিক বৃত্তিগুলো চেপে কি শোধিত হয় ?


দিল্লি কি লাড্ডু খাইয়েও মজা খেয়েও সাজা
যে জানে সে জানে
তুমি জান কি? কাজল ভোমরা জানে !


পদ্ম ফুলগুলো ভোর হলে তাজা থাকে,
আলো বাড়লে ফিকে হয়
আরও একটু আলো বাড়লে বাজারে বিকোয়
নারী আর ফুল দুইই এক গতি পায় !


রেবতী নদীর পাড়ের জুঁইফুল বেবাক খুশি
সুগন্ধ ছড়িয়ে নেঁচেকুঁদে একাকার
নক্ষত্র আড়ালে হাসে, জানে কোন গতি পাবে
তবুও জুঁই ফুল শুধু করে ভুল, গন্ধ ছড়ায় ।