" ফস্সস্সস্সস্সস্সস্সস ! "
শব্দে ঘাড় নড়ে
লেমনেডের বোতল
যা শ্লা, এই সময় ? ভর সন্ধে, তাও কিনা এখানে !


" ফ্যাত ফ্যাত ফ্যাত ! "
তিন তাসের খেলা, সবাই খেলছে
জেনে বা না জেনে
কে জেতে তার নাই ঠিক, জিতলে রাজা নইলে ফকির
যে জন মানে !


" ছন ছন ছনাৎ … ! "
গ্রিল ঘেরা ঝুল-বারান্দা, অফুরন্ত যৌবনী বিকেল
পাজামা-পাঞ্জাবী হাতাওলা - শীতের সৌরভ
অজানা অতিথির টেলিফোনি আলাপ
নির্বাক শ্রোতা চায়ের দোকানে,
কচ-দেবযানী বার্তালাপ চলছে।


ইথারে ভাসে তরঙ্গ
ধরতে নারে কেউ মৃদঙ্গ
রিসিভার-ট্রান্স্পন্ডার-রেসপন্স,
" ট্যাঁক ট্যাঁক ট্যাঁক…. খুট খুট খুট "
কোন তার এল,
স্বয়ং জানে !


হ্যালো ১ ২ ৩ টেস্টিং টেস্টিং …
হ্যালো … সিগন্যাল পুয়োর….
স্যরি মিসিং লিঙ্ক …
" সাঁঅআআআআআআআআআআ  …."
নতুন যৌগ ! নতুন সমাজ ! নতুন সভ্যতা !


** এটা লিখতে ইচ্ছে করল তাই লিখলাম। যে কেউ তার ইচ্ছে মতন মানে করতে পারেন। সকলের আপত্তি থাকলে তুলে নেব। এক্স্পেরিমেন্টাল ।