পর্দানশীনতার বাইরে আঁধার, ভেতরে কি
জানা নেই, হয়তো বা আরোও নিকশ কালো ।
ডুবুরিরা খেলে চু-কিৎকিৎ উত্তর মেরুর
আঁধার নদীর জলে
ভাসমান হিমশৈল ভেদ করে
আলো কি পা রাখবে অতলে
অনিকেত তুমি কোথায় দেখতে পাও কি আলো ?


লালদীঘি পেরোলেই নীলদীঘি, তার ওপারে
সবুজ বাঁধ ...
অলস কবিতাগুলো পাত পেড়ে বসে
যদি কেউ ... ,
যদি কেউ আসে উপবাসে ?
আঁধার ঘনালো, মিছে সব
অনিকেত তুমি কি পেয়েছ সবুজের ডাক ?


কালো হরিণ চোখ শুনলেই মমতা জাগে
আরো কিছু জাগে কিন্তু বলি কিকরে ?
অনিকেত তুমি বলবে কি ?

ল্যাম্প পোস্ট গুলো বাতি দেয়
হলুদ, সবুজ, নীল, লাল...
সুকন্যা বসে
অপেক্ষায় ... শুধুই অপেক্ষায় ।


নিয়তি খেয়ালি
ভাসা ভাসা উচ্ছলতা
বেলি ফুলের সুবাস কি আজ বাতাসে
অগনিত তারা নাচে, সুকন্যা কাঁপে আর কাঁপে,
আজ সে হাসছে ...। উড়ছে....। এক আকাশ ভরা হৃদয় নিয়ে উড়ছে।