নষ্ট মেয়ে বলত সবাই,
মেনে নিয়েছিলাম, যদিও
দৃষ্টির সচ্ছতা দেখতে পাই নি আজও
বাপ ছাড়া আর কোনোও লেন্স-এ ...
নষ্ট-দৃষ্টি নষ্ট-পুরুষ নষ্ট-সমাজ বলে না কেন ?


রাত্রি গভীর হলেই হানা দেয় শরীরের ডাক
নষ্টার দুঃখ বোঝে শুধু আঁধারের বালিশ
চলকে পড়া যৌবনে একটু না হয় নষ্টই হলাম
বিষ বাষ্প পুড়িয়ে কতই বা বাঁচি, মন কে কত আর মানাই বল,
যৌনতার আনন্দে এত বাধা কেন ?

অহল্যা আজ সময়ের স্পর্শ পেয়েছে
আঁধার পেরিয়ে আলো সতীত্বের বরণে ব্যস্ত
সময় গড়িয়ে উত্তর আধুনিক
একঝাঁক অহল্যা দৃঢ়-দৃপ্ত-উন্নত বলিষ্ঠ ...
যৌনতার ভাষা কি বদলালো ?
নষ্টা কি অহল্যা নাম পেল ?