পাখি সব করে রব গান দিয়ে শুরু ছেলেবেলা
একে একে বেলা বাড়ে ...
ভোরবেলা ঘুম ভাঙে বুড়োর
শীত বেশ জাঁকিয়ে বসেছে
তুষার বৃষ্টি বাড়ছে ক্রমশ
লালচে খয়েরি পাতার জেল্লাও
মৃয়মান
ঝুল বারান্দার পাতাবাহার নিশ্তব্দ
লালচে-খয়েরি না রঙ-বেরঙ ঠাওর করতে পারে না আজকাল,
তবুও লেখার নেশা ছাড়ে নি
বাগানের আপেল গাছগুলোও তুষারপাতে ঝিমোচ্ছে
বয়স ওদের বাড়ছে; থেমে নেই, কেউ থেমে নেই,
ফলন কমছে...
বহুদিনের পুরোনো কাঠবেড়ালী ছেড়ে গেছে চিরতরে
নির্বাসন না আবাহন বোঝে না আজকাল
মৃত্যুর আবাহন !
পিঁপড়ের আনাগোনা বেড়েছে,
সোহাগীর কথা মনে পড়ে বড্ড,
মনে পড়ে লাল গোলাপ হলুদ মল্লিকা সবুজ ঘাস ...
আদর মাখানো গোলাপী অ-শরীরে মিশে যেতে ইচ্ছে করে বুড়োর
এই শীতে কি শেষ ঘুম আসবে,
যাবে কি মিশে চিরতরে সোহাগীর সোহাগে ?