কেন যে অবুঝ ধরা দেয় ফিরে বারবার
শরীর মানে না জ্বালা বোঝে না খেলা
ধন্য দুটি ফুল দুটি পাতা
নিঃশব্দে বদলায় রং… নির্বাসিতের সন্ধানে !!


শিরশিরে বাতাসে ভাসে প্রেয়সীর অনুভূতি
পাপড়ি মেলতে চায় ডানা
পাখনার সন্ধানে মত্ত-উন্মত্ত
আঁধারের গোপনীয়তায় পরাগ রেণুর মিলন !!


ভোরের শিশির না জানি মিলিয়ে যায় কখন
অধরা তোমার মতই
ইচ্ছে হয় মুঠি ভরে রেখে দিই সময়
মুঠি খুলে দেখি অতীত হয়েছ !!


লাল খয়েরি না বাদামী
চিরন্তন, তবুও কি দেয় ধরা বহুরুপীর রং
আলো বদলায় বাতাস পাল্টায় চেতনা উল্টায়
ঘুম ভাঙা ইন-বক্সে বাঁচে লুকোনো অতীত !!


ছল ছল ছলাৎ
রহস্যে ভরা অতীত
ঝুরোঝুরো হয়ে পড়ে
পুরোনো বট-অশথ্বের ইতিহাস । ।