লোকে বলে ভবসাগর, আমি বলি ভাই
দেহঘরে ভিতর-বাহির আর তো কিছুই নাই
তোমার আমার লীলা কেহ নাহি জানে ভাই
বাতাসে যে কথা বলে সে কিকরে বোঝাই
হরিমতি ফুট কেটেছে জলে ভাসে কানাই
ঝরঝর বয়ে চলে আমাদের নিমাই
শূণ্য মাঝে ঘর বেঁধেছে আমার আপন ভাই
দুষ্টুমি তার নানারকম ধরতে পারা চাই
বাতাসেরই যাওয়া আসা সবাই বোঝে তাই
অন্ধকারে বেশি আলো চৈতন্য খোঁজে ভাই
সাক্ষী তুমি সাক্ষী আমি বলে আমাদের রাই
কানাই জানে হরিমতি বিনে কিছুই নাই
লীলার লীলা মহালীলা পারলে ধর ভাই
নিজ দেহে ভাই ঘুমালো চল ডেকে উঠাই।