রাতের শেষ গাড়ি পেরোলে লোকটি ফুটপাতে লেপমুড়ি দেয়
এখন সে ভীত ..। কি জানি কে কখন …, এই তো সেদিন
লেপের ফাঁক গলে ডালু কখন যেন গা ঘষাঘষি করে
ভালবাসা ! হায় !
ফুটপাতেও বাচ্চা হয়, ফুটপাতের বাচ্চা…
মা ফুটপাত ধাত্রী ! তবুও হ্যাঁ তবুও একদিন দাপিয়ে ভঁপু বাজিয়ে এল গাড়ি,


ডালু লাপাতা… খোঁজ খোঁজ খোঁজ..



আর মেলেনি ডালু, জানেন কেউ কোথায় ডালু ?
না জানি কত ডালু হারিয়ে যায় প্রতিনিয়ত-প্রতিক্ষণ !