“ চাঁদের গায়ে চাঁদ লেগেছে … “  গুনগুনায় সোহাগী
কম বয়স ডাগর মন
তাজা শরীর চকচকে ত্বক আদুর গা
অশান্ত পরাণটা কিলবিল করে ডাকে মরদ ও মরদ..
কিন্তু উপায় ?
মরদ গেসে গিয়ান দূর দ্যাশে
কি যে ছাতার মাথা কাইজ হইস্যে !
শরীরেরও তো ডাক আছে গিয়া
কত আর রতন বাজারে চল, রতন মাছ আন গিয়া,
রতন দ্যাখ তো শাড়ি ক্যামন হইস্যে !
আগুনের লকলকানি তো আর রতনে মেটে না ...
পানি চাই পানি...
ও-বাড়ির জামাই ক্যামন ড্যাবড্যাব চোখে তাকায়
খাইতে চায় চক্ষু দিয়া,
পাইলে সাবাড় করে গিয়া, সেই দ্যেইখ্যা  
রতনের কি রাগ - বলে দাড়াও গিয়া
দাদা আয়েন, বলসি গিয়া।
সোহাগী আদুর গায় আর্শি দেখে খুঁটিয়ে
হুঃ... দাদা ! সতী-সাবিত্রী !
আরও একটু ফোয়ারা বাড়ায়, মনে হাসে ।  
শরীর দুলিয়ে।  আগুনের ভাপ কাঁপুনি দিস্যে..
পানি ঢালে পানি... ভেনাস জুড়ানো শীতল পানি
শরীর এখন গান চায়, ভিতরের গান...