একাকিত্বের সকাল বিকেল রাত্রি
গড়িয়ে গেলেই দিন, তা পেরোলেই মাস,
তাও পেরিয়ে বছর...
দেখতে-দেখতে বুড়িয়ে যাব, বাতের যন্ত্রণা বাড়বে
বাইরের দৃষ্টি হবে অসচ্ছ, কিন্তু আমি খুশি
অন্তরদৃষ্টি বাড়বে যে ।


রাস্তা পেরোলেই দুটো কুকুর তাকিয়ে থাকে
ভাবে বোধহয় ভাল মানুষ খাবার দেবে
ওরা কি বোঝে না আমিই চেয়েচিন্তে খাই !


তাৎক্ষণিক বুদ্ধি নাকি কাজে আসে
আহা আমার যদি থাকত
আজন্মের বোকামিগুলো থেকে হাত ধুয়ে ফেলতাম।

তিতকুটে ইতিহাসে লিখি মিষ্টি জীবনের গান
সারের দাম বাড়ছে,
পাগলা প্রেম চাই প্রেম !!! রগড়ানির একশেষ !


সমাজসেবা দেশসেবা ভগবৎসেবা
জানালার পর্দা গলে আত্মসেবা ফুড়ুৎ !!!
অবাক হচ্ছেন ? হবেন না -
উলটো রাজার দেশ ২১১৫ !!!