এঁদো গলির রবিবার ছুটির জানালা
উঁকি ঝুঁকি দেয় প্রেমের কবিতা
ছোট্ট কামিজ উঁচু-নিচু উপত্যকা
লম্বাটে গড়ন যৌবনের হুড়োহুড়ি
নিষ্পাপ মুখ নাছোড় বিনুনী
দূর জানালায় অনূঢ়া তরুণী
মদ্যপ সময় একাকী বহমান
কফিন অদূরে না হয় দৃশ্যমান
আড্ডা বাড়ে চোরা চোখ বয়
কেন যে বুড়োর ভীমরতি হয় !
রবিবার শেষে সোমবার আসে
বুড়ো ভাম আজ অফিসের বাসে
আষাড়ে গল্প ফাঁদে যৌবনে
দ্বিচারিতা শুধুই বুড়োর ভুবনে
আত্মরতি জলে থৈ থৈ
ধরিত্রী মা নাচে মাভৈ
আগুণ এখনো নেভেনি জঠরের
ত্রিতাপ জ্বালা মরেনি হৃদয়ের
আর কত বলি শোনো মহাশয়
এ-আমার জ্বালা ফুরাবে না হায় !
ধন্য আমি এই জীবনে
কামনা-বাসনা যাবে নির্গুণে
এত তাড়াতাড়ি সন্ন্যাসী না হয়
জীবনের ভোগ আধা পড়ে রয় !!!