বিকিকিনির বাজারে বিকিনি বাধ সাধে
লাল-নীল-হলুদ-সবুজ নানান রঙ-এর মাঝে
সু দাড়িয়ে সেই অনিন্দিত ছন্দে, শব্দ লহরা প্রাণ পায়
মুক্ত ছন্দে, শরীরি ছন্দেরাও গান লেখে ও গায়
সু-এর পূর্বরাগ অন্তে বিছানা ছন্দে পাখি ডাকে
উল্টোনো তাকিয়া পাল্টানো চাদর আর সু…
বিচ্ছিন্নতার আঁকে-বাঁকে সুগন্ধী
ল্যাপটানো বাঁকের উপকথারা কাব্য গানে ধরা দেয়
উদ্দাম উল্লাসে শরীর গায় কবিতার উপাক্ষ্যান - জীবনের গান
রতিসুখ ভেদ করে অন্য গান গাইতে শেখায়নি সু
তাই  …. ,
দৃষ্টি-কাব্য বাক-কাব্য জ্বিহ্বা-কাব্য ওষ্ঠো-কাব্য নাভীকুন্ডলী-কাব্য
জানু-কাব্য যোনী-কাব্য কখন যেন বিরহে ডানা মেলে; গান গায়,
উড়তে চায় অলৌকিক আত্মসুখে
পার্থিব … হায় মানব !
আরোও একটা ডানা খসে পড়লো।