ওরে পাগলা মন ক্যামনে প্রাণে মিশে
খুঁজে ফিরি ফিরি
ইতিউতি উঁকিঝুকি দেয় মনের বেড়ি
জলের মধ্যে প্রাণের চিহ্ন দেখিতে কি নারি
বোকা আমি শুধুই প্রাণ খুঁজে মরি


ধারাপাতের পড়া কবেই ছিটকে গেছে
বেঁচে বর্তে দিন কাটাই ক্রমে
হ্রাসমান গাছালির ভিড়েও দম আটকে আসে
তবুও আসমানী রং প্রিয়
বোকা আমি খুঁজে মরি সবজে ডুরে তাঁতের শাড়ি


শ্মশ্মানযাত্রী শবযাত্রার নিয়ামক নয়
চারটি কাঁধ লাগে তবু দয়াময়
দুটি হাত দুটি পা ....
লাল-হলুদ-সবুজ-নীল কোন রং কোন দিকে
না জানি কি অপেক্ষায় বোকা আমি খুঁজে মরি ...