ঈগল পাখিটা বেশ করুন দৃষ্টিতে তাকিয়ে
আঘাত পেলে বাজপাখিও পৌরুষত্য হারায়
হাতের নাগালে শিকার, ঈগলী নেই তাই মনের বিকার ।


বংশ বিস্তারের নেশা দেখা না যায়,
লুকোনো সৃষ্টির ধারা ধরা না দেয় সহজে ।
আঁধারে হারাতে চায় না কেউই তবু হারায়
নিঃসংগতা ঘেরা জীবনে প্রলাপেরও স্থান থাকে ।


অ্যাডাল্ট শব্দটা ঝোলানো ডাইপারে
সব দেখে অলীক হাসে নিঃসাড়ে ।
চেতনার বৃদ্ধি অজানা রহস্যময়
না জানি ভালবাসা কোন দিশা পায়।