সকালের গীটার বিকেলের গীতবিতান
চক্রাকারে বর্ধিত, স্থায়ী শব্দ লাগে অজানা-অচেনা
সুরগুলো আজ এলোমেলো, বিকেলটা বড্ড আনমনা
তবুও নির্বাক সাঁঝ আলো জ্বালে অন্ধকারের নেপথ্যে
ঝড় শুধু ঝড় সুরের মূর্চ্ছণা, অবাক সৃষ্টির যন্ত্রণা ।


অনিকেত ডানা মেলে, ডাকে …
চেতনা হীন দ্যূতি ম্লান সৃষ্টি শূণ্য …….



আসছে সে আসছে …