ছোট্ট নদীটির বড্ড অভিমান
দূরন্ত বেগ আলপটকা আবেগে বদলায়
নুড়ি পাথর ভেঙে বাঁধনহারা জলকনা
খেলা জোড়ে রৌদ্রকনার হাতে ধরে
গা ঘেঁষাঘেষি করে মিলেমিশে সাগরে পা ফেলে
এযেন রাজকন্যের চিরন্তন অপেক্ষা রাজকুমারের সন্ধানে
মিলনেই সঙ্গম; প্রাপ্তি দ্বীপ, তবু মন উচাটন
বিরহে অনটন; অকথা অদেখা অতৃপ্তির সন্ধে
গহীন রাত্রির অঙ্গীকার - শপথ জাগরণের আঁধারে মিলনের
রাজকুমার-রাজকন্যে উভয়ের লক্ষ্য প্রভুর পাদপদ্ম
মেলে কি ? মিলেমিশে সাগর, না কচুরীপানা !