আমার চাওয়া
দেবব্রত দাস
(০১/১০/২০১৮)


চাই না আমি নামটা সোনার
অক্ষরে কেউ লিখুক ,
আমি তো চাই সবাই সবার
সৃষ্টি চেয়ে দেখুক ।
চাই না যে এই পৃথিবীতে
বাঁচতে একা এক নামেতে
শুধু নিজের জন্য
হতে একাই ধন্য ...


আমি তো চাই মেলাতে প্রাণ
অবোলাদের শোনাতে গান
মনের আলোয় কাব্য লিখে
সবাই সবার সুখে দুখে
মহাশূন্যের হৃদয় মাঝে
সবাই সবার লাগুক কাজে
স্বর্গ গড়ার জন্য ।


ছোট্ট ছোট্ট জোনাই হয়ে
ভাসুক মহাশূন্যে .....
সবাই সবকে দেখাক আলো
আলোর বৃষ্টি বিন্দু প্রাণে ....
সবাই জ্বলুক পুণ্যে।


জগৎ হতে মুছুক কালো .....
আমি তো চাই সবার ভালো
সবাই স্বাধীন বিশ্ব গড়ে
আপন আপন সৃষ্টি করে
হাসুক ... খেলুক ... নাচুক ....


কেউ কারো নয় আগা পিছু
জাত ভুলে সব ....উঁচু ...নীচু ...
নিজেই নিজের মনকে ধুয়ে
সবকে সবাই দিয়ে থুয়ে
সমান সমান সবাই হয়ে
সবাই সবার হাতটা ধরে
এক পৃথিবী ধ্বংস করে
বিশ্ব কোটি তৈরি করে
পূর্ণ করে শূন্য জগৎ
পুণ‍্য ... মনে বাঁচুক।