আমি একটি ছোট্ট ছড়া,
আমার  কি কি কাজ ?
শুধাও না কেউ..., মেতে আছি
মস্তানিতেই আজ।
ব্যাঁকালোকদের করতে সিধে
বাম্বু করি খাড়া,
খোঁচা দিয়ে চোখ খুলি! চোখ,
থেকেও অন্ধ যারা।
মন্দ কিছু খবর পেলেই
ছন্দে উঠি বেজে...
ফট করে দিই আগুন জ্বেলে
দুষ্টুগুলোর লেজে।
ফেসবুকে রোজ দিচ্ছি টহল
মাতাচ্ছি হৈচৈ,
কাগজবন্দি কলমের দাস....
আর তো আমি নই।


রচনাকাল:১৬/১২/২০১৭