আমি হলাম মেঘবালিকার
রূপকথার রঙ ছড়া
আমি হলাম ঝলমলে রোদ
নীল জলধির ধারা।
পথে ঘাটে স্বাধীন আমি
কেউ না বাসুক ভালো,
আমার বাক্যে ভাব-তরঙ্গে
ঠিক জ্বলে যায় আলো।
আমি কথা, আমার গল্প...
কোথায় লেখবে কে ?
শিশুকবি আমার কথায়
কাব্য গড়েছে....।
আমার বুকে অক্সিজেনের
জোগান দিয়ো নাকো,
অক্সিজেনকে আমি জোগায়
সে খেয়ালটি রাখো?
দুটি দেশের মাঝে আমি
মিলনসেতু রচি,
লোক সমুদ্রে.…. কোলে পিঠে,
উপন্যাসেও আছি।
প্রাণ গড়েছি পদ্মানদীর
মন ভিজিয়ে জলে,
গঙ্গানদীর কাব্যগ্রন্থে
ছন্দ আমার চলে।
নামে, কামে, ধরাধামে...
মিলায় যদি হাত,
সমৃদ্ধ হয় যুগের বাণী
বিনিদ্র হয় রাত।
গদ্য? নাকি, পদ্য আমায় ....
কিসব ভাবে ওরা?
আমার রঙিন ছবি আঁকে
টনটনে বিষফোঁড়া।