কোথাও খুঁজে পেলাম না তো
পলাশী আর বক্সার
আগ লাগিয়ে পোহাচ্ছি তাপ
ঐতিহাসিক নক্সা-র !


পল্টু কোথায় বুদ্ধি রাখে
মাথায়? নাকি, পেটে ?
রাহু ! কেতু ! সব বলে দেয়
দিনপঞ্জি ঘেঁটে !


তুইও তো খুব বই পড়েছিস
বল দেখিনি বুদ্ধ
কার সাথে কার বেধেছিল
কি নিয়ে কোন যুদ্ধ ?


প্রেম ত্রিবেদীর মাথায় গোবর!
জানিস মন্টু বারিক
জন্মেছে কে কোথায় কবে
সব ভুলে যায় তারিখ!


এক কথা সে রোজই বলে -
" কি অত লাভ জেনে ?
লড়তে হবে বুকের নিচে
পেটটা আছে মেনে।


নষ্ট করে সময় কি লাভ
ফালতু জিনিষ পড়ে
আসল কথা বাঁচতে হবে
কর্ম কিছু করে ... "