চটিবুড়ি বহুরূপী
বহু তোর গুণ
তোর ছবি দেখে আমি
হেসে হই খুন
তোর কথা ভয়ে ভয়ে
বলে ডান বাম
তোর লেখা পড়লেই
ছুটে গায়ে ঘাম
তোর হাতে ঘাসফুল
নীল লাল সাদা
তোর চোখে জনতারা
গরু আর গাধা
কীভাবে জানাবো বল্
তোকে আলবিদা
তোর ছড়া পড়ে সব
হয়ে গেছে ফিদা
তোর কথা শুনে মা'র
বলে মেজো মেসো
চাকরি বাকরি ভুলে
চপ বেচে এসো
সাথে নিয়ো ঘুগনিটা
বিসকুট কিছু ,
কোটিপতি হয়ে যদি  
মাথা হয় উঁচু !
লোকটার কথা শুনে
রেগে বলে মামা
ভোট নিতে এলে বুড়ি
ঘুসে দেবো ঝামা!