দেশ বিদেশে বাংলা কবি
হাট্টি-মাটিম্-টিম
কথায় সাপের পঞ্চমুখ হয়
কথায় ঘোড়ার ডিম!
কবির কথায় ছন্দ নাচে
নাচে দিদির মন
কিরিং কিরিং তিড়িং বিড়িং
দাদুর টেলিফোন!


দেশ বিদেশে বাংলা কবি
কথাতে বকবক,
কেউতো আপুন শ্যামসুন্দর
খুদ আনারুল হক।
কিছু কবি কলম হাতে
জয় দেবদাস পাল
সব কথাকেই কাব্যে হাকায়
হাসায় চিরকাল।


দেশ বিদেশে বাংলা কবি
কথাতে ফুরফুর,
হাদা পদা জগা মধা
সংগীতে ভরপুর।
কিছু কবি আনন্দিত
নিত্যানন্দ রায়
ধ্যানে মনে সরস্বতীর
সংষ্কৃতি বায়।


দেশ বিদেশে বাংলা কবি
কথাতে টপটপ
টুম্পাসোনার টপ্পা কথায়
ঠিক ফুলে গোল চপ!
কিছু কবি চক্রধারী
নারায়ণের শঙ্খ
কথার কাটা ছেঁড়া ক'রে
বজায় রাখে অঙ্ক।


দেশ বিদেশে বাংলা কবি
কথাতে চটপট,
মঞ্চে কবির ঠান্ডা কথা  
বাড়তে বলে হট্!
কিছু কবি নিপুণ যোদ্ধা
শহীদ হয়ে হাসে,
নন্দ মনে ছন্দ বুনে
বিশ্ব হিলায় বাঁশে।


দেশ বিদেশে বাংলা কবি
টাগ ডুমাডুম ডুম
সম্মাননা দিতে নিতে
উধাও লোকের ঘুম।
কিছু কবি কিছু লিখে
উঁচু খ্যাতি নেয়,
বাংলা কবি তার মুকুটে
পালক গুঁজে দেয়।


দেশ বিদেশে বাংলা কবি,
কবির খুশি ভাব
গাছের ডালে ঝুল্লু খাটে
মুচকি হাসে ডাব!
কিছু কবি হাটে মাঠে
গোছায় আখের, পুকুর,
বাদবাকী সব ঠাটে বাটে
রবীন্দ্রনাথ ঠাকুর।