খালের কাঁকড়া যেমনি বলে
"হট্ বট্ ফট্ , ফটাং...."
জলের কুমির ডাঙায় এসে
রোদ্দুরে চিৎ পটাং!


গর্তে যে কোন রত্ন ছিল
কেউ পেলো না টের-ই
কুমরিগ্রামে কুমির পটল
গল্পে লিখলো বুড়ি!  


বুড়ির খোঁজে এল রাজা
সিন্ধু সাগর সেঁচে
জল গড়ালো অনেকটা দূর
মাছ বেড়ালো নেচে


এক এক করে সকল মাছের
ফাটিয়ে দিয়ে পটকা
কে পুঁটি, কে রাঘব বোয়াল
লিখলো খাতায় ছোটকা।


"ট্যাংরা-বকুল! মাগুর- মুকুল !"
তিড়িং বিড়িং চোখে ...
নয়া কবির আমদানিতে
মাছফুল!....খেলো বকে ।


"বকের সাথে কাকও ছিল"
মাছরাঙ্গা যেই হাসে,
ডিং ডিঙা ডিং  টিগ ডিগা ডিং
ফড়িং ছুটে আসে।


আমার চোখে ধরা দিল
সব ফড়িঙের ঠ্যাং
এপাং ওপাং যেই বলেছি
ঝপাং জলে ব্যাঙ।


দিদির কথা সত্যি হল
মন্ত্র করে কাজ,
ভুং চুং নয়, অং বং চং
টের পেয়েছি আজ !