শিখিনি তো ছন্দ
কাকে বলে লয়?
হিজিবিজি কি যে লিখি
মনে সংশয়!
কতদূরে দাঁড়ি হয়,
কোনখানে কমা?
এত কেন প্রশ্ন .....
করো অনুপমা?
শব্দ কি? বাক‍্য কি?
কোন সুরে কতো রাগ ....
সত্যিই জানি না,
সমাসের কটা ভাগ....?
কাকে বলে প্রত‍্যয়?
ধরো যদি হরিণী,
জবাবটা দিয়ে দিবো
ফট করে - পড়িনি!
খেলে গেছি ডাং-গুলি
শুনে গেছি কবিগান,
বই খুলে দেখিনি তো
কাকে বলে অভিধান?
মন দিয়ে ব‍্যাকরণ
পড়িনি তো নন্দি -
ভুলে গেছি আমি তাই -
বাগধারা? সন্ধি?
কাকে বলে কবিতা?
কাকে ছড়া? গঙ্গা ....
দেখেছে কে বই খুলে
অত সব সংজ্ঞা?
তোমরা যে কেন বলো
মাথামোটা? মুখ‍্যু ?
ভেবে সেটা দেখলেই
মনে ভারি দুখ‍্যু ...