আগা পিছু ফেটে গেলে
কলমের গুঁতোতে,
জোড়া দেওয়া যায় না তা
ছুঁচ আর সুতোতে।
দুনিয়া দেখেছো ধন
চোখে চেয়ে দেখোনি
কত কিছু ভাবে মন ?
কলমের লেখনী....!
মুক্তি মেলায় কলম,
কেউ বাঁচে হাসিতে....
তার এক খোঁচাতেই
কেউ চড়ে ফাঁসিতে।
কলমেও থাকে প্রেম
ভালোবাসা, মমতা,
তুচ্ছ ভেবো না কেউ...
কলমের ক্ষমতা!