লেখাপড়া গোল্লাতে যাক
বিদ্যে ঝুলুক লাটে  
ডিগ্রিধারী কাজ খুঁজে পাক
গ্রাম বাংলার হাটে।
চপের ঢপে জ্বলে উঠুক
সব বাঙালির দীক্ষা
ঘুগনির ঝাল-ঝোলে ফুটুক
প্রতিযোগির শিক্ষা।
শিল্প খুলো তেলেভাজার
বলল মন্ত্রী মুখ্যু,
কথা শুনে মজার মজার
সব ফুরালো দুখ্যু
আমার কথা শুনে হাসে
বলে পাড়ার পঁচা -
কালকে থেকে ট্রেনে বাসে
বেচবো আমি র-চা।
কোটিপতি হলেই, হেবি
ভাষণ দেবো মেরে
মুখ্যু মন্ত্রী জ্ঞানের দেবী
সফল ওনার জেরে