রূপকথার ছড়া
দেবব্রত দাস
১৮/১২/২২


রূপকথা গল্পতে
রাজা চলে রথে,
নদী চলে এলোমেলো
আঁকাবাকা পথে।


ঠাকুমার আঙিনাতে
হাতি গায় গান,
মন্ত্রীকে বলে রানি
বাঘ ধরে আন!


ব্যাঙ ধ'রে মুখে নিয়ে
ছুটে চলে সাপ,
মাছরাঙা পাখি বলে
ছেড়ে দে রে বাপ!
  
জলে নেমে কাদা ঘেটে
হাসে গরু মোষ,
দেখবিতো হনুমান
গাছে চ'ড়ে বোস।
  
গাধা হাঁটে মুড়ি নিয়ে
পিঠে এক বস্তা
ঘোড়া ছুটে টগ্ বগ্
কেঁপে ওঠে রাস্তা।


রঙ মেখে বনে বনে
নেচে ওঠে ফুল
ছাগলের চোখে পড়ে
ভুট্টার চুল!
  
সূর্যকে ঢেকে ফ্যালে
পাহাড়ের চূড়ো,
খক খক কাশে খালি
থুত্থুরে বুড়ো।


বুড়ি লিখে বিদঘুটে
রূপকথা ছড়া,
শুনবি তো খুশি খুশি
ছুটে আয় তোরা।