সেনা নায়ক
দেবব্রত দাস
২০/১২/২২


গানে গল্পে কবিতাতে
কলম খালি ছুটে
বিশ্বজোড়া খ্যাতির চূড়া
কপালে না জুটে...।


ভারত আমার জন্মভূমি
সকল দেশের সেরা
পিতা মাতার আশীর্বাদ আর
শক্র দিয়ে ঘেরা।


পথে ঘাটে হাটে মাঠে
সামলে চলিস ওরে ...
বাংলা রাজ্যে চোর লুটেরা
ডাকাত চোখে পড়ে।


কাজের ফাঁকে উড়িষ্যাতে
গান গাইলাম রাতে,
বরণ করে ফুলের তোড়া
সবাই দিল হাতে।
  
উত্তরাখণ্ড্, তেলেঙ্গানা
রাজ্য এলাম ঘুরে
আতঙ্কবাদী কোথাও খুঁজে
পেলাম না বন্ধুরে।


দেশের সেবা করার জন্য
ছেড়ে এলাম ঘর,
আমার পিছু করছে ধাওয়া
রোদ্র বৃষ্টি ঝড়!


বিহার গিয়ে ট্রেনিং দিয়ে
বাড়িয়ে মনোবল,
বলল স্যারে বন্দুক হাতে -
ছত্তিসগড় চল্।

নকশালি আর আলকায়দা
ভয় পেয়ে সব গায়েব,
দিল্লি থেকে খবর এল
আসামে যান সাহেব...।

বাসে ট্রেনে  মনে মনে
গাইতে গাইতে গান
অসম গিয়ে কসম খেয়ে
গেলাম রাজস্থান ।

আমার পাশে বলল এসে
রাজস্থানের উট
এ রাজ্যে নেই দাঙ্গা ফাসাদ
কাশ্মিরে তুই ফুট্!


কাশ্মিরে যেই ছুটে এলাম
কাঁপিয়ে দিল শীত,
"প্যার কিয়া তো ডরনা ক্যা...."
ভুল গিয়া সংগীত!
  
আমার কথা শেষ না হতেই
বলে জম্মুর গায়ক -
গান ভুলিলে চলবে নাকো
আমরা সেনা নায়ক!

আমরা স্বদেশ রক্ষা করি
বিপদ আপদ রুখে,
'গান'(বন্দুক) আমাদের গর্জে ওঠে
দেশদ্রোহীদের বুকে.....।