স্বপ্নে রবি বলবে যেদিন
"শুনবি ছড়া .... পাখি ?"
বলবো - "সময় নেই গো হাতে
অনেক যে কাজ বাকি....
তোমার জন্য পাইনা আমি
মঞ্চে জানো ...ঠাঁই !
তুমি যে কি গান গেয়ে যাও
সবাই তোমায় চায় !
মনে মনে হিংসা বড়ো
জ্বলি তোমায় দেখে ,
রবির ভক্ত কবি সবাই
তোমার ছবি-ই আঁকে।
আমার ছবি কেউ আঁকে না
একটা সাদা পাতায়,
সবাই বলে - 'পাগলা ছেলে !'
গন্ডগোল এর মাথায় ...
জায়গা নিজের ঠিক করেছ
সব মানুষের মনে
আমার মনেও অনেক কথা
একটু তো যাও শুনে ।
জমিদারের ছোকরা তুমি
ঘুমোও বাপের খেয়ে
তাইতো তোমার নোবেল পদক
চোর পালালো নিয়ে।"
আমার কথা শুনেই রবি
বলবে ভালোই বেশ -
"দেখলে হবে চোরের রাজ‍্য !
মন্দ লোকের দেশ !"
বলবো আমি- " রবি ঠাকুর
ঠিক বলেছ তাই,
মানুষ পুতুলমূর্তি গড়ে
ফুল দিয়ে ফল চায় ।
কষ্ট মনের কেউ বোঝে না
কেউ বোঝে না ব‍্যাথা ,
কথা দিয়ে মনের মানুষ
কেউ রাখে না কথা ।
কাজ না করে নেতার কথা
গপ্পে লিখে কারা ?
রাজা থেকে ফকির হলো
কিনতে কাগজ যারা !
আমাকে কেউ দেয়নি খাতা
পেন কিনে দুর্দিনে,
সবকে আমি ছাপিয়ে গেছি
তাইতো মুঠোফোনে।
প্রতিশ্রুতি দিলেই মানুষ
সম্মাননা পাই,
কাজের মানুষ গাইয়ে যারা
জায়গা তাদের নাই ।"
রবীন্দ্রনাথ বলবে - "তুমি !
গান গাইতেও পারো ?"
বলবো আমি - "সব পারি গো
আমার কথা ছাড়ো ...
সব কলাকার আমার মনে
আমি সৈনিক রাজা
নাচতে পারি গাইতে পারি
অভিনয়েও তাজা ।
ডিউটিতে যায় জঙ্গলে রোজ
নাচি যদি ঘাসে,
চড়তে মাঠে ছাগল পাগল
দাঁত কেলিয়ে হাসে !
কন্ঠে আমার বিদঘুটে সুর
গান আমি গাই যদি
চমকে যাবে আকাশ বাতাস
থমকে যাবে নদী।"