স্বপ্নঘুড়ি উড়িয়ে আমার
ভাবনার নীলাকাশে,
গেয়ে চলি গান এই জীবনের
চলমান দূরভাষে।


হচ্ছে যা সব দেখছি কোথাও
শুনছি কারোর মুখে,
চিনছি মানুষ, জানছি কিছু
কাগজের ঘ্রাণ শুঁকে।


কান্নায় কভু ভাসছি দুখে
চক্ষুনদীর বানে.....
হাসছি কোথাও ছিটেফোঁটা সুখ
কুড়িয়ে পেয়ে প্রাণে।


খাচ্ছি - দাচ্ছি, হেলছি দুলছি
চলছি তো ঠিক পথে,
বদল হওয়া বারোমাসের
আবহাওয়ার সাথে।


দেখছি তো রোজ ধ্বংস কিছু
কিছু সৃষ্টির আলো......
লড়াই করে চলছে জীবন
এই আছি বেশ ভালো।


আমার প্রথম প্রকাশিত "ভালো আছি" কাব্যগ্রন্থ থেকে এই 'ভালো আছি' কবিতাটি সংগৃহীত।
(পৃষ্ঠা সংখ্যা - পঁচাত্তর , তারিখ ১০/০২/২০১৫)