জীবন চলেছে একাকী,
জীবনের স্বাদ বলতে কি সে কখনো দেখেনি।
তবু জীবনের স্বাদ পাবে বলে আশায় আশায়
বুক ভরে ছুটে চলেছে মরীচিকার পিছনে।


কাঙ্খিত সেই স্বাদ কি ধরা দিবে?
হয়তো ধরা দিবে! হয়তোবা না!
তবুও জীবন সেই আশায় চলেছে একাকী,
সেই স্বাদ'র পিছনে ছুটে চলেছে নিরন্তর।


যেই স্বাদ মিটাবে বলে বেঁধেছিল ঘর,
সেই ঘর ভেঙ্গে করে দিল পর।
স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা হয়ে যায় পর।
কে দিবে মূল্য নিঃস্বার্থ ভালোবাসার?
কে হবে দায়ী এই ক্ষণে ক্ষণে ঝরে পড়ার?
তবুও সে করেনা দোষী জ্বলে একাকী।


একমুঠো সুখের আশায় অপেক্ষায় প্রহর গুনে
সে কাঙ্খিত না পাওয়া ভালোবাসার।
জীবন যে থেমে থাকে না!
তাইতো চলেছে একাকী,
বিষন্ন এই জীবন চলেছে একাকী।


মানুষ রূপি জানোয়ার কি করে পারে!
সহজ-সরল অবলা'র স্বপ্ন ভেঙ্গে করে খান খান!
কি করে ছুঁড়ে ফেলে ভেঙ্গে দেয় সংসার।


সেদিনের সে ছিল কত হাস্যজ্জল,
আজ সে হয়েছে ঠিকানা হীন বিষন্ন একজন।


ধর্মে কর্মে হাস্যজ্জল সে হয়েছে
ঠিকানা হীন বিষন্ন নারী।
কে হবে দায়ী এই পাপের?


কে দেখাবে পথ!কে ধরিবে হাত!
কে ফোটাবে নতুন করে মুক্তা ঝরা হাঁসি!