রক্ত চক্ষুকে করোনা ভয়!
বীর যদি হও।
অধিকার আদায়ে যাও!
করো তার সমর্থন -
মানুষ যদি হও!
রক্ত চক্ষুকে করোনা ভয়!
বীর যদি হও।

ন্যায়ের পক্ষে থাকবে সেই জন!
যালিমের ভয় করেনা যেজন।

কাপুরুষ অন্যায়ের হয়ে করবে-
দীনাতিপাত !
বাতিল তাগুতের গুলামি-
করবে দিনরাত।


সত্যকে নিবিয়ে সাময়িক-
হাসবে এটাই তাদের কাজ।
ষড়যন্ত্র গুম হত্যা ধর্ষণ-
সকল মানবাধিকার লঙ্গন!


ভয়ভীতি অশুভ শক্তি রাষ্ট শক্তি-
ব্যাবহারে সাময়িক অবকাশ-
তারা ঠিকই পাই।
সত্যি বলতে দীর্ঘমিয়াদি---
তারা হেরেই যায়।


নারি শিশু নির্যাতন!গুম হত্যা-
হামলা মামলা আর নির্যাতন-
তারা চালিয়ে যায়।
এইসব'তু পারে শুধু যাদের স্বদেশ--
প্রয়োজন নাই।


স্বদেশ বিলিয়ে দিয়ে যারা-
রাজা হয়ে রয়!
তাদের কি আর স্বদেশের মানবতা--
নিয়ে ভাবতে হয় ?

যারা ভালবাসা নিয়ে রাজা হয়ে রয়!
তারা কখনো মানবতা লঙ্গনের -
ধারে কাছেও নাহি রয়!


মিথ্যা আশ্বাসে তারা ঘরে-
ফিরে যেতে কয়!
আশ্বাস টুকু সত্যি করার প্রমান-
যে নাহি রয়?


শিশু যদি করে রাগ তাহার-
ফিতা মাতার সনে !
কিছুনা কিছু পায়'তু সে রাগটি
ভাঙ্গার জন্যে।


স্বদেশ বিলিয়ে যারা রাজা হয়ে রয়!
তারা কি আর স্বদেশ---
মানবতার ফিতা মাতা হয়ে রয়?  


বীর যদি হও রক্ত চক্ষুকে তোমরা-
কখনো করোনা ভয়!।


অধিকার আদায়ে যাও!
করো তার সমর্থন -
মানুষ যদি হও!