যে পথে দু্ঃখ ছড়িয়ে গেছো,
সে পথে সুখের সন্ধানে একাকি এসেছি আমি।
যে ইজেলের তুলি তুমি নামিয়ে রেখেছো,
তার ক্যানভাসে তোমার আঁকা
আমার ছবি দেখতে চেয়েছি আমি।
যে আকাশভরা তারাদের আলপনা এঁকেছিলে তুমি,
সে আকাশ বার বার ঘন মেঘে ঢেকেছি আমি।
যে ফুলে সাজাতে চেয়েছো নিজেকে
অনেক বার তার গন্ধ কেড়েছি আমি।
এমনি ভাবেই কেটে গেছে কাল।
সময়। অসময়।
তোমাকে ঘিরে যে বাতাস তাও থমকে গেছে।
থেমে গেছে বনস্পতির আন্দোলন।
এবার দুহাতে মুখ ঢেকে  দিনের
শেষ আলো নিরুদ্দেশে যাবে।
তোমার সেতারের তার ছিঁড়ে
ঠিক তখনই আলাপের রাগ ভাঙবে বোধহয়।
এক সর্বনাশী ঢেউ উঠবে।
ভাসাবে সে কূল যে কূলে আমারই জন্য অপেক্ষায় ছিলে তুমি।


কলকাতা ১১/৫/২৩