এই সব কোলাহল বিষ থেকে দুরে
আমার একাকিত্ব এবার আমায় গ্রহণ করো।
মহাশ্মশান শহর জীবনের নির্যাস টুকু
শূন্যে উড়াতে উদগ্রীব।
হটাৎ সব সম্পর্ক শেষ করার মত ঝড়ো হাওয়া বইছে আনাচে কানাচে।
এই বাতাসের সামনে দেখো কেউ কেউ রেশমী রুমাল উড়িয়েছে।
লাভ আর ক্ষতির হিসাব যারা কষবে
তারাই বানাবে আর এক দাবানলের ইতিহাস।
যতই উর্ধ্বে উঠুক এর লেলিহান শিখা
এই দাবানলের স্তাবকতা কোন কবি কোন যুগে করেনি।


কোলকাতা ২৫/১/২০২০