আমার সব পাপপুণ্যের একই পুরস্কার।
তাই রাতের আলোয় দিন অভুক্ত থাকে।
আমার উপরে ছিলো তোমার অগাধ বিশ্বাস।
তাই তোমার হাতের রেখায় লিখেছি এক একটি কালবেলা।
অনেক সীমানাও এঁকে রাখি পেরোবো বলে।
অথচ এক লক্ষ্মণরেখার মধ্যেই ঘরবাড়ি বানাই সারাটা জীবন।
অনেক পাহাড় পেরিয়ে একটা নিঙরানো নদীর মত পড়ে থাকে আমার শরীর।
কখনো কোন যুগে কারো অশ্রুজলে প্রানবন্ত হবে ।
এই সব জমিয়ে রাখা যন্ত্রনা গেঁথে একদিন হয়ত বানাবো কোন তাজমহল।
অনেকের ভীড়ে তুমিও এক দর্শক হবে বলে।


কোলকাতা ২৫/১০/১৮