শীতের বারান্দায় শুয়ে আছে শুকনো রোদ্দুর।
একটু পরেই উষ্ণতা হারাবে।


সব ঋতুডাল শূন্য করে,
হলুদ পাতার মাঝে-
এখনো প্রেম উঁকি দেয়।


শব্দহীন ডাগর ভাষায়,
অতৃপ্তির অহংকারে-
আজো ভেসে আছে এক বিপুল স্থবিরতা।


কেউ আজ কিনারার লোভী নয়।
জীবনকে ছাড়া আছে ঝড়ের অভিমুখে।


আকাশ মনে রাখেনা মেঘের কান্না।
রক্ত মনে রাখেনি তোমার পদক্ষেপ।


চুপচাপ চাঁদ প্রতিফলিত আলোয় পেরিয়ে যায় সব বেইমান ল্যাম্পপোস্ট।


পৃথিবীর সাথে সেল্ফি তুলতে গিয়ে দেখি নিজের ঘোলাটে অতীত।


অনেক শব্দের শব শুয়ে আছে কবিতার পাতায়।