কার বৃন্তে ফুটতে চেয়েছিলে,
সেই কথা ভেবে পুরানো সহবাস পাশ ফিরে শোয়।
হাইওয়ের পাশে জীবনের আবোদানা খুঁজে
অভ্যস্ত বাগানে ফিরে সেই নিরুদ্দেশে যাওয়া।
অনামিকার ইশারায় কোন দুঃসাহসিক সফরে যাওয়ার কথা ছিলো।
যাপন চিত্রে রঙ ফোটাতে  নতজানু আমি,
আমার শুধুই গড়িয়ে যায় চাকা।
ঝুল বারান্দায় ঝুলে থাকে নাগরিক জীবন।
সেই জীবনের সঙ্গে শরীরের সংপৃক্ত দ্রবনে
সূর্যছায়া ডুবে যায় দিনলিপির পাতায়।
হিংসুটে রাতগুলো আধাআধি ভাগ করে বসে থাকি।
অন্ধকারে একা নয়,একা লাগে নিবিড় সংগোপনে।