একটি  তারিখের খোঁজে জীবনকে সাজাতে গিয়ে আমার ছায়া এখন আমাকেই ঢেকে নেয়।
ঘেঁসাপেটা সময়ের সামনে হাত পেতে মাধুকরী  আর কতদিন?
ধারাবাহিক আঘাতে আঘাতে নদী  পাড় ভাঙ্গে।
হয়ত তলিয়ে যাবে সব দেবালয়।
বৃষ্টি ভেজা রাত্রির পর জলস্তরের কোলাহল এগিয়ে আসছে,
সেকথা বলে না কেউ।
এখন এই অদ্ভুত নৈঃশব্দের কালে
ফুলেরা ফোটে, ঝরেও যায়,
পড়ে থাকে  পাপড়ির পথ ঋত্বিকের পথ চেয়ে।
আর আমরা ফুলদানির বাসি গোলাপে রক্তের রিস্তা খূঁজতে থাকি,
অথচ সবাই জানে একপাতায় দাঁড়ালে মরীচিকারা কাছে আসার সাহস জুটাবে না।